বিএনপির জনসমাবেশ আজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: নেতাকর্মীদের গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হবে আজ। চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে এ জনসমাবেশ করবে দলটি।
গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, এ সব সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তাদের মধ্যে আছেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও বরকতউল্লাহ বুলু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বেলা ১১টায় জিঞ্জিরায় সমাবেশ হবে।