গাজীপুর নির্বাচনে ভোট পড়েছে ৪৮ দশমিক ৭৫ শতাংশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন। কিন্তু ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।
বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য জানান।
২০১৮ সালের নির্বাচনে এই সিটিতে ভোট পড়েছিল ৫৮ শতাংশ, তার আগে ২০১৩ সালে ভোট পড়েছিল ৬৮ শতাংশ।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ইভিএম বুঝতে অসুবিধা হওয়ায় এবং লাইনে সিরিয়াল না মানায় ভোট কম পড়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা।
নির্বাচনে বেসরকারিভাবে ফলাফলে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
তৃতীয়বারের মতো নির্বাচনে প্রথম কোনো স্বতন্ত্র প্রার্থী এবং প্রথম কোনো নারী প্রার্থী এই সিটিতে নগরমাতা হলেন।