দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শুক্রবার (২৬ মে) রাতে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাতে যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

ওসি বলেন, মূলত রাজনৈতিক কর্মসূচির নামে মানুষের মাঝে ভীতি বা আতঙ্ক তৈরি করার জন্যই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। তদন্ত করে আসামিদের শনাক্ত করা হবে।