বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকের পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (২৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। তারা বলেন,আওয়ামী লীগ মানে উন্নয়ন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের মানুষের জন্য কিছু করে। বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার বাংলাদেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। পরে উদ্বোধনী খাম ও স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।