দিরিপোর্ট২৪ ডেস্ক : বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে উসকানি দেওয়ার অভিযোগে বিচার হতে যাচ্ছে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির। মামলার শুনানি শুরু হবে নভেম্বরের চার তারিখে।

২০১২ সালে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে মুরসির সাথে কাঠগড়ায় দাড়াচ্ছেন আরো ১৪ জন কর্মকর্তা।

কায়রোর আপিল কোর্ট বিচারক হিসেবে আহমেদ সাবরি ইউসুফের নাম ঘোষণা করেছে।

মুরসির আইনজীবী মোস্তফা আত্তেয়া দাবি করেন, অন্যান্য কেসের মতো এটিও বনোয়াট। তিনি আরো দাবি করেন, ব্রাদারহুডের বিরুদ্ধে করা বেশির ভাগ কেসই দুর্বল তথ্য প্রমাণের ভিত্তিতে করা।

ডিসেম্বরের ৪ তারিখে মুরসি একটি বিতর্কিত আইন জারি করার পরে তার বিরোধীরা বিক্ষোভ শুরু করে।

৫ তারিখে মুরসির সমর্থকরা প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের উপর আক্রমণ করে বলে অভিযোগ রয়েছে। সেখানে দশজন মারা যায়। কিন্তু মুসলিম ব্রাদারহুডের দাবি মতে, নিহতের বেশির ভাগই তাদের দলের।

এদিকে মুরসির বিচার মিসরের সহিংসতাকে আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহে মিসরের ইসরায়েল আক্রমণের চল্লিশ বছর উদযাপনের দিনে সংঘর্ষে ৫৭ জনের বেশি মুরসির সমর্থক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ১০, ২০১৩)