দিরিপোর্ট২৪ ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কয়েকটি স্থানে শুক্রবার রাস্তার পাশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় ৫ জন নারীসহ ১২ জন নিহত হয়েছে। খবর এনডিটিভির।

জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মেদ রাসুলইয়ার জানিয়েছেন, প্রদেশের রাজধানী কালাতের কাছে একটি বাসে বোমা বিস্ফোরণে নয় জন নিহত হয়েছেন। কাবুলের যাওয়ার জন্য প্রধান মহাসড়কের পাশে একটি সংযোগ সড়কে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কান্দাহার প্রদেশে রাস্তার পাশে পুতে রাখা এক বোমার আঘাতে এক শিশুসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। প্রাদেশিক গর্ভনরের একজন মুখপাত্র জাভিদ ফয়সেল জানিয়েছে, গোরাক জেলায় এই হতাহতের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কোন পক্ষই এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ১২, ২০১৩)