করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু এবং ১৯৭ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮৪ জনই ঢাকার বাসিন্দা।
মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৬৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।