দ্য রিপোর্ট প্রতিবেদক:আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

 

শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর বিএমপি হেডকোয়ার্টারে নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম এসব কথা বলেন।

কমিশনার সাইফুল ইসলাম জানান, আমাদের হিসেবে ৭০টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। তবে সিটি নির্বাচনের প্রার্থীরা যেসব কেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। সেগুলো যুক্ত করে মোট ১০৬টিকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। শনিবার রাত ১২টায় প্রচারণা শেষ হচ্ছে। এরপর বরিশাল নগরীতে কোনো বহিরাগত থাকবেন না। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে।

তিনি আরও জানান, বরিশালে বহিরাগত থাকার সুযোগ নেই। এখানে যারা বহিরাগত আছেন, তারা রাত ১২টা পর্যন্ত থাকবেন। আগামীকাল রোববার থেকে নগরীতে কোনো বহিরাগত দেখতে চাই না। তবে যৌক্তিক কারণ দেখাতে পারলে বহিরাগত ব্যক্তিদের বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ রাখা হবে। আগামী ১২ জুন নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব, এবিপিএন ও আনসার মিলিয়ে মোট ৪ হাজার ৪০০ সদস্য মোতায়েন থাকবেন।