জনগণের রায় মানার মানসিকতা আমার আছে: তালুকদার খালেক
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোট দেওয়ার পর খুলনা সিটি নির্বাচনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক বলেছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু। তবে কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি দেখছি। আশা করছি, দুপুরের মধ্যেই ৬০ থেকে ৬৫ ভাগ ভোটগ্রহণ হবে।
সোমবার (১২ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে পাইনিয়ার উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই দিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই নির্বাচন পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।
তালুকদার আবদুল খালেক বলেন, অতীতের ভোটেও জনগণের রায় মেনে নিয়েছি। আজও মেনে নেব। এই মানসিকতা আমার আছে।
মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল আউয়াল (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত এসএম সাব্বির হোসেন (গোলাপফুল) এবং একমাত্র স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি)।
এ ছাড়াও ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডের দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।