দ্য রিপোর্ট ডেস্ক: ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে রাশিয়া। বিগত কয়েক মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, মার্সেনারি গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের প্রকাশ্য দ্বন্দ্ব বিরাজমান থাকা অবস্থায়- এমন একটি পদক্ষেপের কথাই জানা গেছে।

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ শনিবার এক ঘোষণায় বলেন, স্বেচ্ছাসেবী ফরমেশনগুলোকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করার নির্দেশ দেয়া হবে।

অস্পষ্ট হলেও এই বক্তব্যের মাধ্যমে ওয়াগনার গ্রুপকেই বোঝানো হয়েছে বলে মনে করছে রুশ গণমাধ্যমগুলো।

এ বিষয়ে রোববার দেয়া এক বিবৃতিতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানান ওয়াগনার প্রধান প্রিগোঝিন। তিনি বলেছেন, তার অধীনস্থ বাহিনী এমন চুক্তিকে প্রত্যাখ্যান করবে।

ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা রেখেছে ওয়াগনার। রাশিয়ার পক্ষে লড়েছে রক্তক্ষয়ী সব খণ্ডযুদ্ধ। তবে ওয়াগনার প্রধানের রয়েছে, নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদের মাধ্যমে সম্পর্কের অবনতি ঘটেছে তার।

তিনি রুশ শীর্ষ এ দুই কর্মকর্তার বিরুদ্ধে 'অযোগ্যতা' এবং ইচ্ছেকৃতভাবে ওয়াগনার গোষ্ঠীকে দরকারি অস্ত্র ও সরঞ্জাম বঞ্চিত করার অভিযোগও করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার বিষয়ে প্রিগোঝিনের মন্তব্য জানতে চাইলে তিনি রোববারের বিবৃতিটি দেন। সেখানে তিনি বলেছেন, ওয়াগনার শোইগুর সাথে কোনো চুক্তি করবে না। কারণ তিনি সেনা সমাবেশকে যথাযথভাবে ব্যবস্থাপনায় অক্ষম।

প্রিগোঝিন জোর দিয়ে বলেছেন, রুশ সেনাবাহিনীর সাথে তার বাহিনীর ভালো সংযোগ ছিল। তবে নিজস্ব কার্যক্রমের জন্য প্রতিরক্ষামন্ত্রী বরাবর রিপোর্ট করতে হলে গ্রুপের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে শনিবারের ঘোষণায় ওয়াগনার বা অন্য কোনো আধা-সামরিক বাহিনীর কথা সরাসরি উচ্চারণ করা নাহলেও – রাশিয়ার গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে যে, নতুন চুক্তির মাধ্যমে প্রিগোঝিন ও তার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণে আনতে চাইছে প্রতিরক্ষা দপ্তর।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধরত রুশ ইউনিটগুলোর 'কার্যকারিতা বাড়াতে' এই উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এর ফলে স্বেচ্ছাসেবী বাহিনীগুলো দরকারি আইনি মর্যাদা পাবে, সাংগঠনিক কর্মপদ্ধতি ও সহায়তায় সাদৃশ্য আসবে, এবং তারা তাদের কাজগুলো পুরোপুরি সম্পন্ন করতে পারবে।" এতে আরও বলা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যেই নতুন চুক্তি সই করতে হবে। সূত্র: বিবিসি