হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়,অভিযোগ ইসলামী আন্দোলনের
দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএম নিয়ে অভিযোগ করে বলেছেন, তার কাছে তার পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে- খালিশপুর ১২ নাম্বার ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়।
সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদরাসায় ভোট দিয়ে এসে তিনি এই অভিযোগ করেন।
মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে ইভিএমে সমস্যা পাইনি। তিনি আরও বলেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টোপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে, ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।
আব্দুল আউয়াল বলেন, এছাড়া বিভিন্ন কেন্দ্রে ইভিএমে বিভ্রাট হচ্ছে। যাতে ভোট ধীরগতিতে চলছে। তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি। তবে ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে বলেও জানান তিনি। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে আশা রাখেন প্রার্থী। এদিকে নির্বাচন উপলক্ষে খুলনা সিটিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা প্রতীক), জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা প্রতীক)। আর টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান মুশফিক। এছাড়া কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১৭৭ জন। নির্বাচনে ভোট প্রদান করবেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার এবং ভোটগ্রহণ হবে ২৮৯ কেন্দ্রের ১৭৩১টি কেন্দ্রে।