দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ দেশে বিদ্যুৎ দিছে আর বিএনপি খাম্বা দিছে। সাম্প্রদায়িক শক্তি, অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের সংঘাত চলছে, চলবে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এটি আর আসবেও না। এটা আদালতের বিষয়। আদালতের সঙ্গে গিয়ে বোঝেন। তত্ত্বাবধায়ক হলেই বিএনপি জিতে যাবেন এমনটা নয়। বিএনপি নির্বাচন না এলে ভোটার আসবে না, এমন দিবাস্বপ্ন দেখে লাভ নেই। সিটি নির্বাচন দেখে বিএনপির লাফালাফি বন্ধ হয়ে যাবে।

সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীর ঈদগাঁ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ত্ৰি-বাৰ্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

কিন্তু শেখ হাসিনার মাথার ওপর আল্লাহ আছে। লোডশেডিং থাকবে না মন্তব্য করে কাদের বলেন, বিদ্যুৎ নিয়ে কয়েকদিন লাফালাফি করেছে বিএনপি। তারা ভেবেছিল এ ইস্যু নিয়ে শেখ হাসিনাকে ফেলে দেবে। শেখ হাসিনার ক্ষমতা চলে যাক, লোডশেডিং আরও হোক সেটাই চেয়েছিল বিএনপি। এসময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

নির্বাচনে নিজেদের শক্তি যাচাই করতে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানান তিনি।

এসময় সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।