অস্থায়ীভাবে অফিস পাল্টেছে ইয়াকিন পলিমার
দ্য রিপোর্ট প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিসে গত ২ জুন একটি দুর্ঘটনা ঘটে। বর্তমানে কোম্পানিটি ঢাকা মিরপুরে-১৪, ব্লক-ডি, রোড-৪ অস্থায়ীভাবে অফিস নিয়েছে।
কোম্পানির কর্পোরেট অফিস রূপায়ন শেলফরড টাওয়ার, শ্যামলী মোহাম্মদপুরে অবস্থিত ছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দূর্ঘটনায় কোম্পানির অফিসের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে ইন্টারনেট কানেকশন এবং সিডিবিএল লাইন বিছিন্ন হয়ে গেছে।
বর্তমানে ভবনটিতে মেরামত চলছে। বিদ্যুৎ লাইন বিছিন্ন থাকায় ভবনের লিফট সার্ভিস এবং অন্যান্য সেবা আগামী ১ মাসের জন্য বন্ধ থাকবে।
ইয়াকিন পলিমার তাদের কারখানা সাতক্ষীরায় প্রতিদিনের কাজ চালু রেখেছে। কোম্পানিটি ঢাকা মিরপুরে-১৪, ব্লক-ডি, রোড-৪ অস্থায়ীভাবে অফিস নিয়েছে।
কোম্পানিটি আরও জানায়, যেকোনো প্রয়োজনে ০১৫৫২৩৫৬৬৭৮ এবং ০১৭১৫০২০০৬৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।