দুর্নীতি আজ মাকড়শার মতো ছড়িয়ে পড়েছে: রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের সব নেতাকর্মী দুর্নীতিতে জড়িত। দুর্নীতি আজ মাকড়শার মতো ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ জুন) বিকেলে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকার দেশে-বিদেশে প্রত্যাখ্যাত ও ঘৃণিত। তারা গণতন্ত্র ও স্বাধীনতার অর্থ বোঝে না। এরা শুধু লুটপাট আর দুর্নীতি বোঝে। তাদের নেতাকর্মীরা দুর্নীতি করে বিদেশে টাকার পাহাড় জমাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়। তাই দেশ ও জনগণের জন্য বিএনপি আন্দোলন করছে। ক্ষমতা নয়, জনগণের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির আন্দোলন । বিএনপির এই নেতা বলেন, সরকার আইন-আদালতকে দিয়ে বেআইনি কাজ করাচ্ছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নেতা মজনুকে গ্রেপ্তার করা হয়েছে। এটি ফৌজদারি অপরাধ। রিজভী বলেন, এই সরকার যদি ভালোয় ভালোয় আমাদের নেতাকর্মীদের মুক্তি না দেয়, তাহলে আমরা লালদালান অভিমুখে যাত্রা শুরু করব।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, আনম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আরিফুর রহমান নাদিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।