পুঁজিবাজার বড় দরপতনে
দ্য রিপোর্ট প্রতিবেদক: ধীরে ধীরে ছন্দ ফিরে পেতে থাকা পুঁজিবাজার বড় দরপতনে । ইদের আগে এমন দরপতনে হতাশায় বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৪ কোটি ১৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮২ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।