দ্য রিপোর্ট প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সরফরকারীদের দ্বিতীয় ইনিংসে রান পাহাড়ে পিষ্ট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় স্বাগতিকরা হারিয়েছে কেবল এক উইকেট। দুই উইকেটের খরচায় স্কোরবোর্ডে তারা রান তুলেছে ১৯১। দ্বিতীয় ইনিংসে টাইগারদের লিড ৩৬ ওভার শেষে ৪৩২ রান।

৯৩ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে ৪ রানে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই বড় সংগ্রহের ভীতটা গড়ে রেখেছিলেন বাংলাদেশের দুই টপ অর্ডার, নাজমুল হোসেন শান্ত আর জাকির হাসান। দ্বিতীয় দিনে অর্ধশতকের কোঠা পূর্ণ করা এই দুই ব্যাটার তৃতীয় দিনের শুরু থেকেই মারমুখী হয়ে ওঠেন। আর তাতেই প্রথম আধা ঘণ্টায় টাইগারদের লিড ৪০০ ছাড়ায়।

৩০ ওভার পর স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটের খরচায় ১৭৩ রান। উইকেটে ৭৬ রানে অপরাজিত আছেন শান্ত। তাকে ৬৯ রানে সঙ্গ দিচ্ছেন জাকির। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পথে হাঁটছেন শান্ত। আর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে চোখ রেখে ধৈর্য্যশীল ব্যাটিং করছিলেন জাকির।

কিন্তু ভুল বোঝাবুঝিতে ৯৫ বলে ৭১ করে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই টাইগার পেসারদের সামলাতে খাবি খাচ্ছিলেন আফগান ব্যাটাররা। এক এবাদত হোসেনের পেস তোপে নাজেহাল হয়ে পড়েন ইবরাহিম জাদরান-হযরতউল্লাহ যাযাইরা।

পেস তোপ সামলাতে না পেরে ১৪৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। আর সে সুবাদে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড পায় ১৬৬ রানের।