দ্য রিপোর্ট ডেস্ক: বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে দিল্লি থেকে তার বিমান আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদি। এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি।

সেখানে তাকে স্বাগত জানাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন না। তাকে স্বাগত জানাবেন ভারতীয় বংশোদ্ভূত একদল আমেরিকান।

মোদির এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেননি।

উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।

বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদির সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে মোদির সাথে এই প্রথমবার দ্বিপক্ষীয় ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা।

যুক্তরাষ্ট্র থেকে মিসরে যাবেন মোদি। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তার আমন্ত্রণে এই প্রথম মোদি মিসরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিসরে থাকবেন।

সূত্র : এনডিটিভি