দ্য রিপোর্ট প্রতিবেদক: অনলাইন দুনিয়ায় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও বেশি ছড়িয়ে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘বাংলার প্রাঙ্গণ’ নামের একটি ফেসবুক কমিউনিটি। বর্তমান প্রজন্মের কাছে চিরায়ত নানা অনুষঙ্গ সুপরিচিত করতেই এ উদ্যোগ নিয়েছে অনলাইনের জনপ্রিয় গ্রুপ কালচারাল ক্লাসিসিস্ট।

প্রায় এক মিলিয়ন তরুণের এই জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মের অন্যতম প্রতিষ্ঠাতা খাদিজাতুল কোবরা রাফা জানান, নগরায়নও পশ্চিমা সংস্কৃতির প্রভাবে বাঙালির চিরায়ত ঐতিহ্য হারাতে বসেছে। আমাদের আদি পরিচয় বহনকারী অনেক গান, নাচ, এমনকি খাবারও আজ বিলুপ্তির পথে। এসব ঐহিত্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ায়‘বাংলার প্রাঙ্গণের’ উদ্দেশ্য।

উদ্যাক্তারা জানিয়েছেন, সারা বছর সুস্থসংস্কৃতি চর্চাকে উৎসাহিত করবে বাংলার প্রাঙ্গণ। এই অনলাইন প্ল্যাটফর্মে চর্চা হবে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির। সদস্যরা ভাগাভাগি করবেন নিজেদের সাংস্কৃতিক কর্মকাণ্ড।

বিস্তারিত জানতে নিচের ফেসবুক গ্রুপটিতে যুক্ত হওয়ার অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা :https://www.facebook.com/groups/2886387378076371