ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: খায়রুজ্জামান লিটন
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী সিটি নির্বাচনে আবারও জয়ী হওয়া আওয়ামী লীগের নৌকা প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমি রাজশাহী নগরবাসীকে যে ওয়াদাগুলো করেছি—এখন থেকে পর্যায়ক্রমে সেই ওয়াদাগুলো বাস্তবায়ন করা হবে। রাজশাহী মহানগরীর ভৌগোলিক আয়তন ৯৬ বর্গকিলোমিটার থেকে ৩৫০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
বুধবার (২১ জুন) রাতে নির্বাচনে জয়ী হওয়ার পর নগরীর রানীবাজারের রাজনৈতিক কার্যালয়ে প্রতিক্রিয়া সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে একই দিন রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী নগরবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি। সেগুলো বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবো। তিনি ছাড়া আমার পক্ষে কোনোকিছু করা সম্ভব না।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট।