‘হেভিওয়েট’ নেতাদের মনোনয়ন সংগ্রহ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিন মঙ্গলবার শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র কেনা হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩২২টি মনোনয়নপত্র বিক্রি হয়। দলীয় সভানেত্রীর পক্ষে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস নড়াইল-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই দিন ৭ বিভাগে বিক্রি হয় ৩২২টি মনোনয়নপত্র, জমা পড়েছে ৪৭২টি। এ থেকে ৮০ লাখ ৫০ হাজার টাকা সংগৃহিত হয়েছে।
এর আগে সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্বশুরালয় রংপুর-৬ পীরগঞ্জ থেকে দ্বিতীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিক্রি হয়। রংপুর-৬ আসনে দলীয় সভানেত্রীর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। দ্বিতীয় দিনে মনোনয়নপত্র বিতরণ হয় ৪৭৬টি। যা থেকে সংগ্রহ হয়েছিলো ১ কোটি ১৯ লাখ টাকা। ওইদিন মনোনয়নপত্র জমা পড়ে ৩১২টি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রবিবার শুরু হয় প্রথম দিনের মনোনয়নপত্র বিক্রি। দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। ওইদিন ৭টি বিভাগে ৬৭৮টি মনোনয়নপত্র বিক্রি হয়। যা থেকে ১ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ হয়। এর মধ্যে জমা পড়ে ২২টি মনোনয়নপত্র।
এ পর্যন্ত মোট ১৪৭৬টি মনোনয়নপত্র বিক্রির ৩ কোটি ৬৯ লাখ টাকা দলীয় কোষাগারে জমা হয়েছে। মনোনয়নপত্র জমা পড়েছে ৮০৬টি।
উল্লেখ্য, ২০০১ সালের সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর-লোহাগাড়া) এবং নড়াইল-২ (নড়াগাতি, কালিয়া ও সদরের একাংশ) আসন থেকে শেখ হাসিনা নির্বাচিত হয়েছিলেন। এর পরে ২০০৮ সালে শেখ হাসিনা বাগেরহাট-১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে নড়াইল-১ ও ২ থেকে আরো কয়েকজন মনোনয়নপত্র ক্রয় করেছেন। এদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক, নড়াগাতি আওয়ামী লীগের সহ-সভাপতি জহুরুল হক এবং গণজাগরণ মঞ্চের সংগঠক শাহীন আহমেদ।
প্রথম দিনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, মহীউদ্দীন খান আলমগীর, ডা. দীপু মনি, অ্যাডভোকেট মান্নান খান, আবদুল লতিফ বিশ্বাস, আব্দুল হাই, আহাদ আলী সরকার, সৈয়দা সাজেদা চৌধুরী, আসাদুজ্জামান নূর, নুরুল ইসলাম বিএসসি, ফরিদুর নাহার লাইলি, র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতিশ চন্দ্র রায়, রমেশ চন্দ্র সেন, জুনাইদ আহমেদ পলকসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা মনোনয়নপত্র ক্রয় করেন।
প্রথম দিনে ঢাকা বিভাগে ২১৫টি, রংপুরে ৮০টি, রাজশাহীতে ৭৫টি, বরিশালে ৫৮টি, খুলনায় ৯৫টি, চট্টগ্রামে ১০৩টি এবং সিলেটে ৫২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানান আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস।
দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ধীরেন্দ্রনাথ শম্ভু, শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, আবুল কালাম আজাদ, রেলমন্ত্রী মুজিবুল হক, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মেজবাউদ্দিন সিরাজ, এইচ এন আশিকুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সুজিত রায় নন্দী, খায়রুজ্জামান লিটন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মির্জা জলিলসহ অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
তৃতীয় দিনে যারা মনোনয়নপত্র কিনেছেন তারা হলেন ঢাকা-১৭ আসনে হাসান আলী মোল্লা, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মাহাজাবিন বেবি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, নড়াইল-১ আসনে ফজিলাতুন্নেচ্ছা বাপ্পী, পিরোজপুর-১ আসনে মেজর জিয়া উদ্দিন, বগুড়া-১ আসনে আব্দুল মান্নান, দিনাজপুর-৬ আসনে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সিলেট-৫ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, কুমিল্লা-৫ আসনে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আসনে মাহাফুজার রহমান হাওলাদার, নোয়াখালী-৫ আসনে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য একেএম রহমত উল্লাহ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও মাহবুব আরা গিনি।
দ্বিতীয় দিনে সাতটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ১২৬টি, রংপুর বিভাগে ৪৬টি, রাজশাহী বিভাগে ৫৭টি, সিলেট বিভাগে ৩৪টি, বরিশাল বিভাগে ৫৩টি, চট্টগ্রাম বিভাগে ১০৪টি ও খুলনা বিভাগে ৫৬টি।
তৃতীয় দিনে সাতটি বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১১৫টি, রংপুর বিভাগে ২৪টি, রাজশাহী বিভাগে ৩২টি, সিলেট বিভাগে ২৭টি, চট্টগ্রাম বিভাগে ৫৬টি, বরিশাল বিভাগে ৩৪টি ও খুলনা বিভাগে ৩৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
অন্যান্যদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- শরিয়তপুর-১ আসনে মেহেদী হাসান, মুন্সিগঞ্জ-১ গোলাম সারোয়ার কবির, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোয়ার হোসেন, ঢাকা-৫ আসনে হারুন অর রশিদ, ময়মনসিংহ-৩ আসনে ফেরদৌস আলম প্রমুখ।
(দিরিপোর্ট২৪/এইউএ/এসবি/এইচএসএম/নভেম্বর ১২, ২০১৩)