দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি নিহত এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সময় শনিবার (২৪ জুন) বিকেল ও সন্ধ্যায় জোহানসবার্গ ও ব্রামফন্টেইনে পৃথিক ডাকাতির ঘটনায় এ হতহতের ঘটনা ঘটে।

নিহত প্রবাসী বাংলাদেশির নাম মাকসুদুর রহমান মহসিন। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। মাথায় গুলিবিদ্ধ হওয়া সজিব বড়ূয়ার বাড়ি চট্টগ্রাম জেলার নানুপুরে।

কুমিল্লা কমিউনিটি অব আফ্রিকার সাংগঠনিক সম্পাদক ও মহসিনের প্রতিবেশি মীর হোসেন মীরু জানান, মহসিন ব্রামফন্টেইনের একটি দোকানে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় ওই দোকানে ডাকাত দল হামলা করলে মহসিন গুলিবিদ্ধ হোন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অন্যদিক জোহানেসবার্গ শহরের একটি দোকানে গাড়ি চালক হিসেবে কাজ করতেন সজিব বড়ূয়া। শনিবার বিকেলে দোকানে মালামাল খালাস করার সময় ডাকাতদল দোকানটিতে হানা দেয়। এসময় ডাকাতরা দোকান পিছনে নিয়ে সজিবের মাথায় গুলি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সজিবের বিষয়টি নিশ্চিত করেছেন বুড্ডিস্ট কমিউনিটি অব সাউথ আফ্রিকার সভাপতি শৈবাল বড়ূয়া।