দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা সরকারের জন্য কোনো লাভ হয়নি। নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে বর্তমান সরকারের আশায় গুড়ে বালি।

রোববার (২৫ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার ভেবেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা যাবেন, এ ওছিলায় একটা কিছু ম্যানেজ করবেন। যাতে তারা আবার সরকারে আসতে পারেন। কিন্তু আমার মনে হয় কোনো লাভ হয়নি। মোদি কি করবেন? তিনি কি নিজের গদি রক্ষা করবেন, নাকি শেখ হাসিনার গদি রক্ষা করবেন? তারই তো সমস্যার শেষ নেই। সে আবার কার জন্য সুপারিশ করবে? চিন্তা করে দেখুন, যে দেশ আমাদের সীমান্তে কুকুর-বিড়ালের মতো মানুষ মারে সেই দেশের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা যার নেই তিনি আবার আমেরিকাকে চ্যালেঞ্জ করেন। আমেরিকা যদি আমাদের পোশাক না নেয়, তাহলে কী অবস্থা হবে ভাবুন তো। সরকারের অবস্থা হচ্ছে বাঘের লেজ দিয়ে কান খোঁচানোর মতো।