ছিঁচকে অপরাধীদের ঈদের আগে জামিন চায়না ডিএমপি
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক পুলিশের বিশেষ অভিযানে ছিঁচকে চোর, মলম পার্টি কিংবা অজ্ঞান পার্টির মতো ৬০০ অপরাধীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঈদের সময় ফাঁকা ঢাকা নিরাপদ রাখতে এসব অপরাধী যেন জামিন না পায় সে ব্যাপারে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (২৭ জুন) মহাখালী বাস টার্মিনাল ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আমরা ছিঁচকে চোর, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছি। ৬০০ জন পেশাদার অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা চেষ্টা করব ঈদের আগে যেন তাদের জামিন না হয়।