দ্য রিপোর্ট প্রতিবেদক: আন্দোলনের নামে বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপির ভাংচুর ও জ্বালাও পোড়াও মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।

ঈদের পর সরকার পতনের একদফা দাবিতে বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক কথা বলা হয়, কার্যত কি হয় সেটি আপনারাও দেখেন। যাদেরকে জনগণ পরিত্যাগ করেছে তারা কিভাবে জনগনকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে সেটা আমার বোধগম্য নয়।

দ্য রিপোর্ট প্রতিবেদক:

‘তারা হয়ত বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে। তারা হয় আইনশৃংখোলা বাহিনীর উপর চড়াও হতে পারে, গাড়ি ভাংচুর করতে পারে। সে সমস্ত ঘটনা হয় তারা পুনরাবৃত্তি ঘটাতে পারেন। এ ধরনের ঘটনা ঘটালে তারা যেমন জনবিচ্ছিন্ন হবেন সেটি যেমন সত্যি। তেমনি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ, তারা সবসময় এটি মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে। জনগণ কখনই জ্বালাও পোড়াও, হত্যা পছন্দ করেনা।’

ঈদের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সাথে শুভেচ্ছাও বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিলো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সব জায়গায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হয়েছে। ঢাকায় আনুমানিক দুই কোটি মানুষের বাস। সেখান থেকে প্রায় এক কোটির পাশাপাশি কমবেশি হতে পারে, ঈদের তিনদিন আগে থেকে তারা নিজ গ্রামে ফিরে যান। এই কয়েক বছর ধরে যাতায়াত ব্যবস্থা, নিরাপত্তা, পদ্মাসেতুসহ বিভিন্ন কারণে ঘরমুখী মানুষের যে ঢল নামে সেখানে কিন্তু কোন অসুবিধা হয়নি।