সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করেছেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান ও জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
তিনিআরওবলেন,সাড়েচারবছরেএআইনটিভিন্নমত,সরকারিদলেরসমালোচনাএবংমুক্তচিন্তাদমনেপ্রয়োগহয়েছে।সাংবাদিকদেরমতপ্রকাশেরস্বাধীনতামারাত্মকভাবেসংকুচিতহয়েছে।এআইনপুলিশকেসীমাহীনক্ষমতাদিয়েছে।
মোকাব্বিরখানবলেন,এআইনেসহজেযেকাউকেহয়রানিকরাযায়।সরকারভয়ওআতঙ্কেরপরিবেশতৈরিকরারজন্যএআইনটিতৈরিকরেছে।এরসুফলসাধারণমানুষপাচ্ছেনা।নাগরিকসমাজ,মানবাধিকারকর্মীএবংসাংবাদিকদেরআপত্তিরমুখেআইনমন্ত্রীএরসংশোধনেরকথাবলছেন।আশাকরিআইনমন্ত্রীএবিষয়েদ্রুতউদ্যোগনিবেন।
অপরদিকেজাতীয়পার্টিরসংসদসদস্যপীরফজলুররহমানবলেন,ডিজিটালনিরাপত্তাআইনেরঅপব্যবহারেরশিকারহচ্ছেনসাংবাদিকরা।সাধারণমানুষওএরশিকারহচ্ছেন,নির্যাতিতহচ্ছেন।প্রভাবশালীরাসেটিকেব্যবহারকরছে।মানুষেরস্বাধীনভাবেকথাবলারঅধিকারহরণহচ্ছে।এআইনদ্রুতসংশোধনকরাদরকার।বাতিলহলেআরওভালোহয়।