দ্য রিপোর্ট প্রতিবেদক:  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৪টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

বুধবার (৫ জুলাই) এ সংক্রান্ত প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ৯ জুলাই রোববার সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।

নোটিশে বিচারিক এখতিয়ারসহ ৫৪ একক ও দ্বৈত বেঞ্চের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।

গত ২২ জুন থেকে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ছিল।