সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে: রিজভী
দ্য রিপোর্ট প্রতিবেদক: সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। জয় নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা সরকার খর্ব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ জুলাই) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস করে নির্বাচন কমিশনের ক্ষমতা কেড়ে নেওয়া নজিরবিহীন। সরকার একতরফা নির্বাচনের দিকে এগিয়ে চলেছে। জয় নিশ্চিত করার জন্য কমিশনের ক্ষমতা খর্ব করেছে সরকার। ক্ষমতা কুক্ষিগত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতে কালাকানুন আইন তৈরি করেছেন। নির্বাচন কমিশন নিজেকে বিপন্ন করেছে শেখ হাসিনার স্বার্থে।
তিনি বলেন, সংলাপ নিয়ে আওয়ামী লীগ নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য জাতীয় তামাশায় পরিণত হয়েছে। সরকারি নেতাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগে হাওয়ায় মিলিয়ে যায়।