২২ বছর আগে মালিকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: ২২ বছর আগে আবুল হোসেন নামের এক মালিকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২–এর বিচারক এম আলী আহমেদ আজ রোববার এই আদেশ দেন।রাজধানীর কুর্মিটোলায় এই হত্যাকান্ড ঘটে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মুস্তাফিজুর রহমান লিটন ও আনারুল। তাঁরা দুজনেই পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের স্টেনোগ্রাফার তানভীর হাসান বিষয়টি জানিয়েছেন।
মামলার কাগজপত্রের তথ্য বলছে, কুর্মিটোলায় চৌধুরী নার্সারির প্রধান মালি ছিলেন আবুল হোসেন। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর আবুল হোসেনকে হত্যা করে তাঁর মরদেহ ম্যানহোলে ফেলে রাখে খুনিরা।
এ ঘটনায় চৌধুরী নার্সারির মালিক আবু তাহের বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ নভেম্বর চৌধুরী নার্সারির অপর দুজন মালি আনারুল ও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
আবুল হোসেনকে হত্যার দায় স্বীকার করে আনারুল ও মুস্তাফিজুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁরা জামিন নিয়ে পালিয়ে যান।
ওই আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাদিয়া আফরিন বলেন , পূর্ববিরোধের জেরেই চৌধুরী নার্সারির প্রধান মালি আবুল হোসেনকে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে রেখেছিলেন আরেক মালি মোস্তাফিজুর রহমান। পরে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রাষ্ট্রপক্ষ থেকে এই খুনের মামলায় ১৪ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।
(দ্য রিপোর্ট / টিআইএম/৯ জুলাই,২০২৩)