দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজউকের দায়ের করা ইমারত বিধি অমান্য করে সাভারে রানা প্লাজা নির্মাণ করার মামলায় বিল্ডিং এর মালিক সোহেল রানাকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চার সপ্তাহের জন্য রানার জামিন স্থগিত করে আদেশ দেয়।

এর আগে ২৩ মার্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায় বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দেন।

ওই দিনই হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য আপিল করে রাষ্ট্রপক্ষ।

চেম্বার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক লোক নিহত হন।

এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ মামলাটি দায়ের করেন।

রানার বিরুদ্ধে সাভার থানা পুলিশের দায়ের করা আরো একটি মামলা বিচারাধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমডি/এপ্রিল ০১, ২০১৪