"নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধিদল"
দ্য রিপোর্ট প্রতিবেদক: মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন দেশটির প্রতিনিধিদল নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
সালমান এফ রহমান বলেন, উজরা জেয়ার নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদল নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলেনি। নির্বাচন নিয়ে তাদের একটাই কথা- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভিসানীতির ব্যাপারে তারা বলেছেন- আমাদের ভিসানীতি কোনো দলকে বা বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়নি। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে।
র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে সালমান এফ রহমান বলেন, র্যাবের নিষেধাজ্ঞা একটি চলমান প্রক্রিয়া, অলরেডি তা শুরু হয়ে গেছে। তাদের সিস্টেম আছে। তাদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে স্টাডি হয়। আমরা অলরেডি উত্তর দিয়েছি। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।