সিলেটে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ভারী বৃষ্টির শঙ্কা
দ্য রিপোর্ট প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে জয় পেলেও ওয়ানডে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের। আফগানদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ খুইয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই শোচনীয় পরাজয় বরণ করে স্বাগতিকরা। যদিও সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও স্বস্তিতে বাংলাদেশ দল।
ওয়ানডে সিরিজ হারের ক্ষত নিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানদের মুখোমুখি হবে টাইগাররা। কিন্তু ম্যাচটিতে ভারী বৃষ্টি বাগড়া দিতে পারে বলে আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের শাহ মো. সজিব হোসাইন বলেছেন, সারাদিন সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সাধারণত আষাঢ় মাসে কখন কোনখানে বৃষ্টিপাত হয়, সেটি নির্দিষ্ট করে বলা মুশকিল। দিনভর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। যে কারণে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ নিয়ে আগেভাগেই শঙ্কিত ক্রীড়ামোদিরা।
তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত ৪৪ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হলে সেটাকে ভারী বর্ষণ বলা হয়। আজকেও সিলেটে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
সাধারণত বিকেলে বা সন্ধ্যার দিকে সিলেটে মুষলধারে বৃষ্টিপাত হয়। তবে দুপুর থেকেই সিলেটের মাঠের আকাশে রয়েছে মেঘের আনাগোনা। যদিও এখন বৃষ্টির মৌসুম চলছে, কিন্তু সিলেটে বৃষ্টি সময় বেঁধে আসে না। আষাঢ়ের বৃষ্টি যখন-তখন নেমে আসে। যে কারণে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়ও মুষলধারে বৃষ্টিপাত হয়েছে সিলেট নগরে। এদিন সন্ধ্যা ৭টায় নগরের এয়ারপোর্টে সড়কের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আফগান অধিনায়ক রশিদ খান। এরপরই সিলেটে মুষলধারে বৃষ্টিপাত হয়। সবমিলিয়ে আশঙ্কা দেখা দিয়েছে আজকের ম্যাচ ঘিরে
ইতোমধ্যে ২০০ ও ৩০০ টাকার টিকিট সংকট দেখা দিয়েছে। দর্শকরা টিকেট কিনতে এসে ফিরে যাচ্ছেন। অনেকে ৫০০ ও ১০০০ টাকার টিকিট কিনছেন খেলা দেখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত সিলেটের মানুষের আবেগের ক্রিকেটের দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় কিনা, সেই শঙ্কা এখন মাথার ওপর।