দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির একদফায় বিদেশিদের কোনো সমর্থন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপির একদফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠন। এটি বাংলাদেশে যেমন হালে পানি পায়নি, তেমনি বিদেশিদেরও সমর্থন পায়নি।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স-ব্রিজ প্রোগ্রামের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আশা করেছিল বিদেশি প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের কথা বলবে। কিন্তু তাদের কেউ এ কথা বলেনি। বিদেশি প্রতিনিধিদের মধ্যে কারও সঙ্গে কোনো আলাপে এই প্রসঙ্গ ওঠেনি।

তিনি বলেন, বিদেশিদের আলোচনায় শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা এসেছে। এমনকি সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথাও আসেনি। তবে আমরা অবশ্যই চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।