ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আ.লীগের বৈঠক শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক শেষ করে এবার আ.লীগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।
শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর এক হোটেলে এই বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধি দলে আরও আছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।
এর আগে আজ শনিবার সকাল ৯টায় বিএনপির সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দলটি। এ ছাড়া সকাল ১০টায় জাতীয় পার্টি, বেলা আড়াইটায় জামায়াতে ইসলামী এবং ৪টায় এবি পার্টির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।