দ্য রিপোর্ট ডেস্ক: আর্থিক সঙ্গতি নীতি ভঙ্গ করায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে জরিমানা করেছে উয়েফা। ২০২২ সালে উয়েফার আর্থিক সংগতি নীতি ভঙ্গ করায় গত শুক্রবার (১৪ জুলাই) বার্সাকে ৫ লাখ ইউরো জরিমানা করে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

রবার্সার সঙ্গে জরিমানার মুখে পরে ম্যানচেস্টার ইউনাইটেড, উয়েফা সাইপ্রাসের দল অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর, ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর এবং বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখট।

এর ভেতর ম্যান ইউ তাদের শাস্তি মেনে নিলেও মামলার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে কাতালান কর্তৃপক্ষ। শনিবার (১৫ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

কাতালান ক্লাবটির মতে, উয়েফার দেয়া এমন শাস্তি সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

ক্লাবটির একটি সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ রেডিও কাদেনা এসইআর এক প্রতিবেদনে জানায়, বার্সার মতে ২০২২ সালে সবকিছুই লা লিগার অনুমোদন নিয়েই করেছে। যে কারণে শাস্তি এড়াতে আপিল করতে চায় তারা।

উয়েফার দেয়া তথ্য অনুযায়ী রেড ডেভিলদের তারা জরিমানা করেছে ৩ লাখ ইউরো। পাশাপাশি অ্যাপোয়েল ও তুরস্কের ক্লাব কোনিয়াস্পোর, ইস্তাম্বুল বাসাকশেহির ও ত্রাবজোনস্পোর এবং বেলজিয়ামের দল লয়্যাল অ্যান্টেওয়ার্প আর আন্ডারলেখটকে জরিমানা করা হয়েছে ১ লাখ ইউরো করে।

ফরাসি জায়ান্ট পিএসজি, ইতালির এসি মিলান, ইন্টার মিলানসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আর্থিক সংগতি নীতি ঠিক করে নিয়েছে বিদায় তাদের জরিমানা করা হয়নি। তবে পরবর্তী মৌসুম এই ক্লাবগুলোকে নজরে থাকবে বলে জানানো হয়েছে উয়েফার পক্ষ থেকে।