দ্য রিপোর্ট প্রতিবেদক: শুরু থেকেই টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। আর সে কারণেই শতরানের কোটা পূরণ করতে বেশ সময় লাগল ভারতের নারীদের। ২৭.১ ওভারে দলীয় সংগ্রহ ১০০’তে নিতে সক্ষম হয় সফরকারীরা।

২৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটের খরচায় ১০৩ রান। ক্রিজে রয়েছেন জেমিনাহ রদ্রিগেজ (১৩) ও হারমানপ্রীত কৌর (৩১)।

দিনের শুরুতেই ভারতের শিবিরে আঘাত হানেন পেসার মারুফা আক্তার। ইনিংসের পঞ্চম ওভারে প্রিয়া পুনিয়াকে ফেরানোর মধ্য দিয়ে ভারতের প্রথম উইকেটের পতন ঘটান মারুফা। টাইগ্রেস পেসারের তোপে কিছু বুঝে ওঠার আগেই মাঠ ছাড়তে হয় ভারতীয় এই ওপেনারকে।

মাত্র সাত রান করেই মাঠ ছাড়তে হয় প্রিয়াকে। এতে করে ১৭ রানেই পতন ঘটে সফরকারীদের প্রথম উইকেটের।

দ্রুত উইকেট পতনের রেশ কাটাতে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন স্মৃতি মান্ধানা ও ইয়াতিশকা ভাটিয়া। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে মারুফার শিকার হন ভাটিয়া। রান আউট হয়ে ১৫ রানে তাকে ফিরে যেতে হয় সাজঘরে।

ফলে ১০.১ ওভারে ৪০ রান তুলতেই পতন ঘটে ভারতের দ্বিতীয় উইকেটের।

তবে উইকেটের একপ্রান্ত আগলে ঘরে লড়াই চালিয়ে যান অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধানা। কিন্তু ৫৮ ব্লে ৩৬ করে রাবেয়ার শিকার বনে মাঠ ছাড়তে হয় তাকে। ফলে স্কোরবোর্ডে ৬৮ রান তুললেই তিন উইকেট হারায় ভারতের।

এর আগে প্রথমবারের মতো সিরিজ জয়ের সম্ভাবনা নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ শিবিরে এসেছে এক পরিবর্তন স্বর্ণা আক্তারকে রাখা হয়নি একাদশে। তার পরিবর্তে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার লতা মণ্ডলকে।

এদিকে দুই পরিবর্তন এসেছে ভারতের একাদশেও। বারেদি আনুষা ও পূজা ভাস্রাকারের বদলে একাদশে ঢুকেছেন হারলিন দেওল ও মেঘনা সিং।