জয়পুরে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের জয়পুরে তিন দফায় আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার ভোরে আধা ঘণ্টার ব্যবধানে এসব ভূমিকম্পে কেঁপে ওঠে রাজস্থানের রাজধানী শহরটি। তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএনআইয়ের
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) একাধিক টুইটে জানায়, শুক্রবার ভোর ৪টা ৯মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর কিছুক্ষণ পর ভোর ৪টা ২২ মিনিটে আবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ১। ভূপৃষ্ঠে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। এরপর ঠিক ৩ মিনিটি পর ভোর ৪টা ২৫ মিনিটি তৃতীয় দফায় ভূকম্পন অনুভূত হয় জয়পুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর গভীরতা ১০ কিমি ছিল।
রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে টুইটারে লিখেছেন, জয়পুরসহ রাজ্যের অন্যান্য জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আশা করি সবাই নিরাপদে আছেন!