একদিন পিছিয়ে বিএনপির মহাসমাবেশ শুক্রবার
দ্য রিপোর্ট প্রতিবেদক: জনভোগান্তি এড়াতে ঢাকায় বিএনপির মহাসমাবেশ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক এ দলটির পূর্বঘোষিত ২৭ জুলাইয়ের সমাবেশ শুক্রবার (২৮ জুলাই) বাদজুমা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি বলেন, বৃহস্পতিবারের (২৭ জুলাই) পরিবর্তে আগামী শুক্রবার (২৮ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে, নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, বৃহস্পতিবার কর্মদিবস থাকায় নয়াপল্টনে সমাবেশ করলে যানজট সৃষ্টি কারণে জনদুর্ভোগ হবে। এ ছাড়া ‘হাইকোর্টের অবজারভেশন’ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না। তাই, বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।
এদিকে, আওয়ামী লীগের তিন সংগঠনের ২৭ জুলাইয়ের সমাবেশও একদিন পিছিয়ে ২৮ জুলাই করা হয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম গণমাধ্যমে জানান, শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।