দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ড. মিয়া মহিউদ্দিন ও বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসি আজ রাত দশটা এক মিনিটে কার্যকর করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে দুই আসামির পরিবারের পক্ষ থেকে ৩৫ জন সদস্য তাদের সঙ্গে শেষবার দেখা করেন।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরের ছোট ভাই মিজানুর রহমান বলেন, রোববার কারা কর্তৃপক্ষ চিঠি দিয়েছিল। রিট পেন্ডিং থাকায় আমরা তখন দেখা করিনি। রিট নিষ্পত্তি হওয়ার পর মঙ্গলবার দুপুরে দেখা করেছি। আমাদের পরিবারের ৩৫ জন এসেছিলেন। একই দিন দেখা করেছেন ড. মিয়া মহিউদ্দিনের পরিবারের সদস্যরাও। মঙ্গলবার সকালে তাহের হত্যায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীরের আটকের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাজশাহীর ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, দুই আসামির ফাঁসি কার্যকরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কারাবিধি অনুযায়ী আজ রাতে রায় কার্যকর করা হবে।