সমাবেশের নামে জনদুর্ভোগ তৈরি করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করতে কোনো বাধা নেই। কিন্তু সমাবেশের নামে তারা যদি জনদুর্ভোগ তৈরি করে, জনজীবন বিপর্যস্ত করে; তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) মাদকদ্রব্য দিবস উপলক্ষে রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করে, কোথায় করবে সেটাও তারাই ঠিক করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু আইনশৃঙ্খলার বিষয়টি দেখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনদুর্ভোগ কমানোর চেষ্টা করা হয়।