সতর্ক পাহারায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুলিশ অনুমতি না দিলেও সরকার পতনে দলের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি চলছে। বিএনপির এই অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় আছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (২৯ জুলাই) সকাল সোয়া ১০টায় শনির আখড়া এলাকায় দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা শনির আখড়া বাজার এলাকায় অবস্থান নিয়েছেন। দনিয়া কলেজের সামনে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। তবে এই এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীর অবস্থান দেখা যায়নি।
আওয়ামী লীগের সতর্ক অবস্থানের একই চিত্র দেখা গেছে গাবতলী, নয়াবাজার ও আবদুল্লাহপুর এলাকাতেও। উপস্থিত নেতাকর্মীরা জানান, যারাই সড়ক বন্ধের চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি জানিয়েছে পুলিশের অনুমতি না থাকলেও তারা ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা না গেলেও ঢাকার প্রবেশমুখে সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ।
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে আজ বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টার ‘অবস্থান’ কর্মসূচি পালনের কথা জানিয়েছে বিএনপি। প্রবেশমুখগুলো হচ্ছে- গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট, শনির আখড়া ও মুক্তি স্মরণী।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।
দুই দলের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে রাতে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে একটি বার্তা পাঠানো হয়, সেখানে দুই দলকেই অবস্থান কর্মসূচির অনুমতি না দেওয়ার বিষয়টি জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
অন্যদিকে বিএনপি কর্মসূচি বাতিল করবে কি না সে বিষয়ে এখনও কিছু জানায়নি।