কক্সবাজার যাচ্ছেন রাষ্ট্রপতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তিন দিনের সফরে বান্দরবান ও কক্সবাজার যাচ্ছেন। আজ শনিবার (২৯ জুলাই) থেকে আগামী সোমবার পর্যন্ত এই সফর করবেন তিনি। জানা গেছে, এ সময় রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৩০ জন সফরসঙ্গী থাকবেন।
এই তথ্য জানা গেছে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. নবীউল ইসলাম প্রেরিত একটি সফরসূচিতে।
জানা যায়, আজ শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে হেলিকপ্টার যোগে বান্দরবানের নীলগিরি পৌঁছাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও সূর্যাস্থ অবলোকন করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাত ৮টা ১৫ মিনিটে ফানুস উড়াবেন।
পরদিন রোববার (৩০ জুলাই) সকাল দশটা ১০ মিনিটে বান্দরবানের নীলগিরিতে বৃক্ষরোপণ করবেন তিনি। এরপর হেলিকপ্টার যোগে ১০টা ৪০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন কক্সবাজার লাবনী পয়েন্টে সমুদ্র সৈকত দর্শন করবেন। এরপর রাত আটটায় জলতরঙ্গ রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরদিন অর্থাৎ সফরের শেষ দিন সোমবার (৩১ জুলাই) সকাল ১০টায় কক্সবাজারের মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর সমুদ্র সৈকত দর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বিকেল ৫টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।