মাতুয়াইলে বাসে অগ্নিসংযোগ,পুলিশ ও বিএনপি সংঘর্ষ
দ্য রিপোর্ট প্রতিবেদক: অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল (এ রিপোর্ট লেখা পর্যন্ত) বন্ধ হয়ে গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার পর এ ঘটনার সূত্রপাত। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এখনও চলছে।
ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেয়ার কথা ছিল বিএনপির নেতাকর্মীদের। কিন্তু তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেন। তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য যোগ দিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, বিএনপির নেতাকর্মীরা বাসে আগুন দিয়েছে। এছাড়া পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশও প্রতিহত করছে। সংঘর্ষের ঘটনায় জেলা পুলিশের শাফিউল ইসলাম নামে এক কর্মকর্তা আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও যুবদল নেতা সাগর প্রধানসহ পাঁচজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।