দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ ও ২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ কিছু বুঝেই উঠতে পারেনি। সারাদেশ থেকে মানুষ এসে সরকারকে বার্তা দিয়েছে অবিলম্বে গদি ছাড়ো।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়া এবং হাসপাতালে আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের দেখতে যাওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিববলেছেন, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারাই এগুলো করে। এই নাটকে তারাই ছোট হয়েছে। গয়েশ্বর-আমান ছোট হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, শনিবার ছোট্ট কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। অথচ আওয়ামী লীগ সাঁজোয়া যান দিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। সিনিয়র নেতাদের নিয়ে গল্প তৈরি করে প্লট তৈরি করে ব্ল্যাকমেইল করেছে। এটাতে বিএনপির নেতারা ছোট হয়নি, সরকার ছোট হয়েছে।

মির্জা ফখরুল বলেন, যত চেষ্টা করুক মানুষের ঢল থামানো যাবে না। পরিস্কার কথা অনেক হয়েছে। বিদেশ থেকে কিছু মানুষ ভাড়া করে নিয়ে এসেছে, যাদের কাউকে চেনে না। টাকা দিয়ে ভাড়া করে এনেছে। বিএনপি নির্বাচন চায় তবে বর্তমান সরকারের অধীনে নয়। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এই লক্ষ্যে বিএনপি স্থির।

তিনি আরও বলেন৷ প্রশাসনের লোকদের ভয় পেতে মানা করেছেন প্রধানমন্ত্রী। তাহলে ভয় পাচ্ছেন...ভয় পাবার ই কথা।শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিজয় আনা হবে।শিগগিরই এক দফার নতুন কর্মসূচি দেয়া হবে। তার আগে বিরোধীদলের দাবি মেনে নিন। বহুদূর এগিয়েছি, এখন ঐক্যবদ্ধ থেকে বিজয় সুনিশ্চিত করতে হবে।