আন্দোলনে কারও মৃত্যু হলে আসামি হবে শেখ হাসিনা: আমান
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, চলমান আন্দোলনে কোনো কর্মীর মৃত্যু হলে হত্যা মামলা দায়ের করা হবে। মামলায় প্রধান আসামি করা হবে শেখ হাসিনাকে আর দ্বিতীয় আসামি করা হবে ওবায়দুল কাদেরকে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমরা এক দফা এক দাবিতে রাজপথে নেমেছি। আপনারাও মাঠে নামুন, প্রয়োজনে রাস্তায় পড়ে মরে যাব। তবুও তারেক রহমানের বিজয় এবং খালেদা জিয়াকে মুক্ত করেই ঘরে ফিরব। আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না।’
আমান বলেন, আন্দোলনে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সারা দেশের নেতাকর্মীদের জেলে আবদ্ধ করা হয়েছে। তাদের আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এসময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি কঠোর কর্মসূচি দিন। আমরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত।’
হাসপাতালে প্রধানমন্ত্রীর ফলের ঝুড়ি পাঠানো প্রসঙ্গে আমান বলেন, ‘ওষুধ খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, ঘুম থেকে উঠে দেখি এ অবস্থা। নাটক করা হয়েছে। নাটক করে লাভ নেই। সরকারকে পদত্যাগ করতেই হবে।’