দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি-জামায়াতের সহিংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সপ্তাহব্যাপী মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

আজ বুধবার থেকে পরবর্তী এক সপ্তাহ ঢাকায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীনদের এই জোট। কর্মসূচির মধ্যে থাকতে পারে সভা-সমাবেশ, মানববন্ধন ও মিছিল। কর্মসূচির প্রথম দিন বুধবার রাজধানীর শাহবাগে সমাবেশ ডেকেছে ১৪ দল।

মঙ্গলবার (১ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিএনপির 'অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে' কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সমাবেশে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এর আগে সোমবার (৩১ জুলাই) রাজধানীর নিউ ইস্কাটনে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে জোট নেতাদের এক বৈঠকে বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।