দ্য রিপোর্ট প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের জন্য শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও আওয়ামী লীগ নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এ ছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের একজন কর্মকর্তা।

বৈঠক শেষে কাদের সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো কী করবে এটি ইসির বিষয় নয়, ভোট সুষ্ঠু করাই তাদের কাজ। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনের জন্য শেখ হাসিনার পদত্যাগের কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে, গত ২২ মার্চও ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় ঢাকায় পিটার হাসের বাসায় হয় এ বৈঠক। সে সময় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বাণিজ্য, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।