সম্রাটের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে ৮ অক্টোবর
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রমনা থানায় দায়ের করা অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ অক্টোবর ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল বিন আতিকের আদালতে অস্ত্র মামলা ও ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে মাদক মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তবে সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন (হিরা) দুই মামলায় চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। পৃথক দুই আদালত সময় আবেদন মঞ্জুর করে ৮ অক্টোবর চার্জ শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন।
৭ অক্টোবর বিকেলে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় অস্ত্র ও মাদক মামলা করেন। ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আ. হালিম।