এস আলমের ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
দ্য রিপোর্ট প্রতিবেদক: এস আলম গ্রুপের বিরুদ্ধে এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার স্বপ্রনোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন।
গত ৪ আগস্ট একটি ইংরেজি দৈনিকে ‘এস আলম’স আলাদিন’স ল্যাম্প’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে এস আলম গ্রুপের বিরুদ্ধে ডলার বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। পরে আজ আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টের এই বেঞ্চের নজরে তা আনেন। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে উষ্মা প্রকাশ করে আদালত স্বপ্রনোদিত রুল জারি করেন। এতে পত্রিকাটির সম্পাদককে তাদের হাতে থাকা প্রমাণ আদালতে জমা দিতেও বলা হয়েছে।
এছাড়া মানি লন্ডারিংয় বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।