দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি স্টার অ্যাডহেসিভ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (৬ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল বন্ড ছাড়বে। বন্ডটির মেয়াদ হবে ৬ বছর। বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে। স্টার অ্যাডহেসিভ বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে।

কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওই দিন দুপর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ইজিএম হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।