দ্য রিপোর্ট প্রতিবেদক:  চলতি বছরের জুলাইয়ে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।

রোববার (৬ আগস্ট) বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। গত ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০২ শতাংশ।

বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আগের মাস, অর্থাৎ জুনে এ হার ছিল ৯ দশমিক ৭৩। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে মূল্যস্ফীতির চাপ শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের ওপর বেশি। জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে খাদ্য উপখাতে হয়েছিল ৯ দশমিক ৮২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত উপখাতে হয়েছিল ৯ দশমিক ৪৮ শতাংশ।

অন্যদিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি হয়েছিল ৯ দশমিক ৪৩ শতাংশ। এর মধ্যে খাদ্য উপখাতে হয়েছিল ৯ দশমিক ৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত উপখাতে হয়েছিল ৯ দশমিক ২০ শতাংশ। এদিকে সরকারি হিসাবে মূল্যস্ফীতি কমলেও বাজারে জিনিসপত্রের দামে তার কোনো প্রভাব নেই। প্রতি সপ্তাহেই নতুন করে কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলেছে।